আপনার যদি প্রতিষ্ঠান থাকে, সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বা সেবামূলক কোন প্রতিষ্ঠান। তাহেলই আপনার গ্রাফিক ডিজাইন এর প্রয়োজন হতে পারে। যেমন: সাইনবোর্ড, ভর্তি পোস্টার, ব্যানার, ভর্তি ফরম, রশিদ বই, ভাউচার, খাম, স্কুল ডায়েরী, ক্যালেন্ডার ইত্যাদি। আপনি চাওয়া মাত্র রঙচিত্র আপনাকে এসব ডিজাইন করে দিবে।
আপনার পছন্দ মতো দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্যাকেজ বেছে নিন
আপনার পছন্দ মতো দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্যাকেজ বেছে নিন
আপনার পছন্দ মতো দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্যাকেজ বেছে নিন
১) আমাদের তৈরি করা অনেক রেডিমেড ডিজাইন রয়েছে, আপনি আমাদেরকে ফোন করে সেই ডিজানের মতো আপনার প্রতিষ্ঠানের জন্যও কাজ করিয়ে নিতে পারেন।
২) হঠাৎ কোথাও আপনি একটি ডিজাইন দেখেছেন এবং আপনার খুব পছন্দ হয়েছে। তখন আপনি মোবাইলে তার ফটো তুলে রেখেছেন।
আপনি চাচ্ছেন ঠিক সেভাবেই আপনার প্রতিষ্ঠানের জন্যও ডিজাইন করাবেন। তাহলে সেই পিকচারটি আমাদেরকে দিন সেটির মত হুবহু অথবা আপনি যদি চান, তার থেকেও আরো সুন্দর ডিজাইন করে দিব।
৩) অথবা আপনি যদি চান, আপনার প্রতিষ্ঠানের সবগুলো কাজ ইউনিক/আনকমন হোক। অন্যসবার থেকে আলাদ হোক, যেটা আপনার প্রতিষ্ঠানকে আলাদা পরিচিত ও সুনাম এনে দিবে। তাহলেও আমরা আপনাকে হেল্প করতে পরি। এবং আমরা সেই ডিজাইনটি শুধু আপনার জন্য রেজিস্টার করবো এবং সেটি আমরা আর অন্যকে প্রদান করবো না।