যেভাবে রঙচিত্র কাজ করে (How rongchitra Works)
বাংলাদেশের সব চেয়ে বড় ডিজাইন স্টক মার্কেট রঙচিত্র ডট কম আপনার প্রয়োজনীয় বিভিন্ন ডিজাইন যেমন, লোগো , ভি-কার্ড ,সোশ্যাল পোস্ট ও প্রিন্টিং রিলেটেড ইত্যাদি ডিজাইনের অধিকাংশই ফ্রি আর পেইড ডিজাইনের উপরে নানা অফার ও আকর্ষনীয় ডিসকাউন্ট প্রদান করে থাকে। বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে ক্রেতারা বাসায় বসে মুল্য পরিশোধ করে বাসায় সার্ভিস গ্রহন করতে পারে।

যেভাবে আপনি রঙচিত্র থেকে ডিজাইন ডাউনলোড করবেন :
১। আপনি যদি আমাদের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে যেকোন ডিজাইন ডাউনলোড করতে এখনই সাইন-আপ/রেজিস্ট্রেশন করুন।

২। আপনার নির্বাচিত ডিজাইন টি ডাউনলোড করার জন্য পণ্যের ছবির উপরে ক্লিক করে ডিজাইটির বিস্তারিত পাতায় গিয়ে ছবির নিচে ‘ডাউনলোড ’ এই বাটনে ক্লিক করুন।

৩। যদি ইতোমধ্যেই রঙচিত্র এ আপনার একাউন্ট থেকে থাকে,তাহলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন / লগইন করুন অথবা নতুন ক্রেতা হিসেবে সাইন-আপ/রেজিস্ট্রেশন করে আপনার নতুন একাউন্টের জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।

৪। অনুগ্রহ করে ‘ডেলিভারী ও মুল্য পরিশোধ প্রক্রিয়া’ অংশে যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে প্রদান করুন। মনে রাখবেন আপনার প্রদানকৃত সঠিক তথ্য আপনার ডিজাইন বা সার্ভিস ডেলিভারী প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

৫। এরপরে আপনি পরবর্তী ধাপে যেতে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করুন।

৬। পরবর্তী ধাপে গিয়ে আপনার অর্ডারটির সার-সংক্ষেপ পুনরায় চেক করুন ।

৭। সব কিছু সঠিক থাকলে ‘কনফার্ম করুন’।

৮। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে ফোনে যোগাযোগ করবে।

৯। যেকোন তথ্য সহায়তার জন্য ফোন করুন – (সকাল ৯টা থেকে রাত ১১ টার মধ্যে)।

১০। এছাড়াও সরাসরি ফোনে অর্ডার দিন ।