আমাদের সফলতার ছোট গল্প
ডিজাইনবাড়ি নামে আমাদের একটি প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী সুনাম অর্জন করে। তবে ডিজাইনবাড়ির সার্ভিস ছিল সীমিত, গ্রাহকদের চাহিদা ছিল অনেক বেশি। তাই আমরা গ্রাহকদের অফুরন্ত উৎসাহ ও ভালােবাসা পেয়ে আমাদের সার্ভিসে ব্যাপক পরিবর্তন আনি এবং রঙচিত্র নামে নতুনভাবে পথ চলতে শুরু করি, আজ রঙচিত্র আপনাদের ভালােবাসার প্রতিষ্ঠান।